Call

যে জাতি জ্ঞানের  ভান্ডার শূন্য সে জাতির ধন ভান্ডার অভাবনী থাকে। কারন সকল কিছু করার মূল বা প্রধান হল‌ো জ্ঞান। অর্থাৎ জ্ঞান বা বুদ্ধ‌ি  না থাকলে কোন কাজ করা সম্ভব না। কাজ না করলে অর্থ ও উর্পাজন হবে না।অর্থ না থাকল‌ে ধন ভান্ডার শূন্য । তাই যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।তারা তাদের জ্ঞান বা বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অর্থ উপার্জনের পথ খুঁজে নেয়। তাই জ্ঞান ধন ভান্ডার পূরন করতে সাহায্য করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ