Fahimbd

Call

ভাই।সবাই খুশি হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সবচেয়ে বেশি খুশি হয় মা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এটা ভিন্ন ভিন্ন প্রেক্ষিতের উপর নির্ভর করে।  ১. রোহিঙ্গা শিবিরে অনেক কুমারী সন্তানের মা হয়েছেন। এই ক্ষেত্রে মা নিজেও জানে না এই সন্তানের বাবা কে? বাবার তো জানার কথাই নয় যে সে বাবা হয়েছে। নিশ্চয়ই ঐ সন্তানের নানা নানি নাতি বা নাতনি হওয়ার আনন্দে উদ্বেলিত নয়। আর দাদা দাদি তারাও তো জানে না যে তারা তাদের জন্মদেয়া এক কুলাঙ্গার সন্তানের কল্যানে দাদা দাদি হয়েছেন।  ২. আমার বাবা মা'র প্রথম সন্তান জন্মেছিলই মৃত। তারপর আমার জন্ম। অন্যদিকে আমার মামাদের কোন সন্তান নেই। সুতরাং বুঝতেই পারছেন খুশি হয়েছিলেন এমন মানুষের সংখ্যা কতবেশি। ৩. নারী পুরুষের অবৈধ মিলনের ফলে গর্ভজাত সন্তান। কেউ খুশি নয়। ৪. এখনও বর্তমান সমাজে কন্যা সন্তানের জন্ম সকলেই সমান নজরে দেখে না বা অবজ্ঞা করে থাকে। কেউ কেউ খুশি হলেও আবার কেউ কেউ অখুশি হয়। সেই অখুশি মানুষদের কল্যাণে জন্মদাত্রী মা'ও ভীত সন্ত্রস্ত, আদর আর ভালবাসার শত ইচ্ছা থাকলেও কখনো কখনো মনে করেন গলা টিপে মেরে ফেলতে। ৫. অনাকাংক্ষিত সন্তান। এই মুহূর্তে বাবা চাননি কিংবা তারা ইতোমধ্যে অনেক সন্তানের বাবা মা হয়েছেন তাদের কাছেও অনেক সময় ব্যাপারটা খুশির থাকে না। যেমন, আমার দাদা দাদুর ১২ সন্তান তারপর ১৩ তম বারে জন্ম নিল জমজ সন্তান আমার বাবা ও ফুফু। এখানে আমার বাবার জন্মে সবাই খুশি হলেও শুনেছি ফুফুর জন্মে অনেকেই খুশি হতে পারেননি। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ