শেয়ার করুন বন্ধুর সাথে
Ronu

Call

মাদারবোর্ড কেনার পূর্বে নিচের বিষয় গুলো লক্ষ করে নিবেনঃ

  • মাদারবোর্ডের বাস স্পীড। 
  • ক্যাশে মেমোরি স্পীড। 
  • হার্ডডিস্ক পোর্ট।
  • USB পোর্ট। 
বাজারে ভালো ও আপডেটেড এমন মাদারবোর্ড কেনার চেষ্টা করুন সব সময়। প্রসেসর ও মাদার বোর্ড এর বাস স্পীড কত এবং এগুলোর মধ্যে মিল আছে কিনা তা ভাবে ভাবে পরীক্ষা করে দেখে বুঝে নিন। অবশ্যই লক্ষ রাখবেন মাদার বোর্ড এর বাস স্পীড এর সঙ্গে ক্যাশ মেমোরির স্পীড ও যেন সামঞ্জসপূর্ণ হয়। মাদারবোর্ডটিতে কয় ধরনের স্লট আছে এবং কয়টি করে আছে সেটি দেখে নিন। এক্ষেত্রে PCI এবং ISA স্লট গুলির বিষয়ে লক্ষ রাখুন। বেশি পরিমাণ RAM সাপোর্ট করবে এমন মাদারবোর্ড কেনার চেষ্টা করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ