অনেকেই শাওমি  পুরাত ফোন কিনে থাকেন, প্রশ্নটা হলো বিক্রেতার ফোনে যুদি এমাই একাউন্ট ব্যবহার  করে থাকেন, তবে ক্রেতা ফোন কিনে ক্রেতার জিমেল/নাম্বার দিয়ে নতুন এমাই একাউন্ট খুলে ব্যবহার  করলে, বিক্রেতার পুর্বের  একাউন্ট কি অকার্য্যকর হয়ে যাবে?বা পার্মানেন্টলি বাতিল হবে?নাকি দুটু একাউন্টই সচল থাকবে?   এবং বিক্রেতা যেন তার পুর্বের একাউন্ট ব্যবহার করে ক্রেতাকে কোন ঝামেলায় না ফেলে তার থেকে ক্রেতার সেইভ থাকার উপায় কি?আর বিক্রেতা উক্ত ফোনের আইএমি নাম্বার এবং এমাই একাউন্ট ব্যবহার  করে সেই ফোনের কোনো ডাটা সমপর্কে কি অবগত হতে পারবে যুদি সে ইচ্ছা করে?
Share with your friends

পূর্বের অ্যাকাউন্ট "Sing Out" করে নতুন অ্যাকাউন্ট ব্যবহার করলে পূর্বের অ্যাকাউন্টের সাথে কোনো রিলেশন থাকবে না। বিক্রেতা ইচ্ছে করলেই তার অ্যাকাউন্টে ঢুকতে পারবে এবং পুরাতন অ্যাকাউন্টে সকল ডেটা পেয়ে যাবে। আর অ্যাকাউন্ট যখন বিচ্ছিন্ন হয়ে যাবে ফোনের ডেটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকে না। IMEI নাম্বার দিয়ে কিছু করতে পারবেনা।

Talk Doctor Online in Bissoy App