যে বিধানটি ক্বতয়ী তথা অকাট্য দলীল দ্বারা প্রমাণিত। তাকে ফরজ বলা হয়। অর্থাৎ যা আল্লাহর নির্দেশিত পালনীয় আমল হবার বিষয়ে বিন্দু পরিমাণ কোন সন্দেহ না থাকে। সেটি ফরজ। যেমন: ঈমান আনয়ন কর,  নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি। -আদ্দুররুল মুখতার: ১/৯৪, আল-বাহরুর রায়েক: ১/২৪


উল্লেখ্য, একজন মানুষের উপর ফরয আমল নানা কারণে নানা উপলক্ষে আরোপিত হয়। তাই সবগুলো ফরযকে এখন একত্রে বর্ণনা করা দুরূহ। তবে আপনি ভাগ ভাগ করে বিভিন্ন বিষয় কেন্দ্রীক জিজ্ঞেস করলে উত্তর করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ