শেয়ার করুন বন্ধুর সাথে
  • বাট্টাঃ ক্রয়-বিক্রয়ের সময় প্রকৃত মূল্যের যে অংশ বাদ বা ছাড় দেওয়া হয়, তাকে বাট্টা বা দামে ছাড় (discount) বলে।
  • 'ছাড়' শব্দের অর্থঃ
  1. বাদ, ত্যাগ (এই শব্দটি ছাড় গেছে)।
  2. রেহাই, মুক্তি (কোনো ছাড় নেই)।
  3. মুক্তির বা যাওয়ার অনুমতি (ছাড়পত্র)।
  4. বিরাম, অবসর (একটু ছাড় পেয়েছি)।
  5. মূল্যহ্রাস/বাট্টা (দামে ছাড়)।
  6. অনুমতিপত্র, ছাড়পত্র (একটা ছাড় লিখে দাও)।
  • সিদ্ধান্তঃ বাট্টা শুধুমাত্র দামে ছাড়। কিন্তু সকল প্রকার ছাড়কে বাট্টা বা দামে ছাড় বলা যায় না। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ