Share with your friends
Call

VK আসলে ঠিক Facebook এর মতই। এটা একটা রাশিয়ান সোশ্যাল মিডিয়া। এখানে আপনার ব্যক্তিগত প্রোফাইল থাকবে। ফেসবুকের মতই আপনি এতে স্ট্যাটাস শেয়ার করতে পারবেন, ফ্রেন্ড বানাতে পারবেন, কাউকে কল করতে পারবেন। এমনকি এতে ফেসবুকের মত পেজও তৈরী করা যায়। কিন্তু ফেসবুকের মত এটা খুব একটা জনপ্রিয় হতে পারেনি। বিশ্বের সবার জন্য উন্মুক্ত থাকলেও রাশিয়ানরাই বোধহয় বেশি ব্যবহার করে। আপনার প্রশ্ন দেখে অনেক দিন পর আজকে VK তে সাইন ইন করতে গেলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল ব্রাউজারে vk.com কে ব্লকড দেখাচ্ছে। আমি জানিনা বাংলাদেশে এই সাইট ব্যান করা হয়েছে কিনা। কিন্তু গুগল প্লে তে সার্চ দিলে এখনো VK শো করছে। আপনার মন চাইলে ডাউনলোড করে দেখতে পারেন কাজ করে কিনা। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App