সিফিলিস থেকেhiv হতে কত৷ দিন সময় লাগে?      
Share with your friends
Jamiar

Call

সিফিলিস হলো একটি ভাইরাস জনিত রোগ যা   আক্রান্ত ব্যক্তির সঙ্গে অনিরাপদ যৌনমিলন- সরাসরি যৌন সঙ্গম, বিশেষ করে পায়ুপথে সঙ্গম (anal sex) কিংবা মুখ মৈথুন (oral sex) করলে অথবা চুম্বন বিনিময় করলে এই রোগ হতে পারে। রোগাক্রান্ত ব্যক্তির রক্ত শরীরে গ্রহণ করলে- রক্তসঞ্চালন কিংবা ইনজেকশনের মাধ্যমে হতে পারে।  আর এই সিফিলিস থেকেই আইচ আই ভি তে আক্রান্ত হতে পারে দির্ঘদিন সিফিলিস এ থাকলে বা চিকিৎসা না করলে পরবর্তীতে  এইচ আইভি(এইডস)  এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অনিরাপদ যৌনমিলন- সরাসরি যৌন সঙ্গম, বিশেষ করে পায়ুপথে সঙ্গম (anal sex) কিংবা মুখ মৈথুন (oral sex) করলে অথবা চুম্বন বিনিময় করার ৩/৪ মাস পর রক্ত পরিক্ষা করে নেওয়া উচিৎ এতে জানা যাবে। এছাড়াএ এর লক্ষন গুলো ৬/৮ মাস পরেও দেখা দিতে পারে যদি সিফিলিস বা এইডস এর লক্ষন জানা যায় তাহলে আবার টেস্ট করবেন। মূলত সিফিলিস ও এইডস একই তবে সিফিলিস হলে এন্টিবায়োটিক খেয়ে ইনশাআল্লাহ সমাধান পাওয়া যায় কিন্তু যখন এইডস ভাইরাস এ আক্রান্ত হবে তখন দির্ঘদিন চিকিৎসা প্রয়োজন পরে। সেক্ষেত্রে রুগির বাচার সম্ভাবনা কমে যায়। আশা করি বুঝতে পারছেন । ধন্যবাদ। 

Talk Doctor Online in Bissoy App