শেয়ার করুন বন্ধুর সাথে
Sujoyroy

Call

বিভিন্ন সংকেত বা নেমোনিক কোড ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তাই অ্যাসেম্বলি ভাষা।*** কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য নিম্নরূপ : * ১. কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে। ২. কম্পাইলার প্রোগ্রামের সব গুলো ভুল এক সাথে প্রদর্শন করে। ৩. কম্পাইলার ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে ধীর গতিসম্পন্ন। অন্যদিকে ১. ইন্টারপ্রটার এক লাইন পড়ে ও অনুবাদ করে। ২. ইন্টারপ্রেটার প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে অনুবাদ কাজ বন্ধ করে দেয়। ৩. ইন্টারপ্রেটার ডিবাগিং ও টেস্টিং এর ক্ষত্রে দ্রুত গতি সম্পন্ন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ