Call

স্বাস্থ্যগত কোন সমস্যা নাই তবে এটা সমস্যা হওয়ার আগাম ইঙ্গিত।সম্ভবত আপনি পানি কম পান করেন।শরীরের অভ্যন্তরে পাঁচন,জারণ,বিপাক ,শ্বসন ক্রিয়ার মাধ্যমে যে বজ্য সমূহ ঘামের সাথে বের হয় পানি কম পান করার ফলে সে বজ্যের ঘনত্ব বেশি হয় যায়।অর্থ্যাৎ ঘামের চেয়ে  ইউরিয়া,ইউরিক এসিড, ক্রিয়েটিনিন এ বর্জ্যের পরিমাণ বেশি হয় যায়।তাই ঘামও দূর্গন্ধ হয় এবং ঘামের রংও হালকা লাল বা হালকা হলুদ হয়।আপনি দিনে কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ