Rahinislam

Call

হ্যা।। যদি আপনার স্ত্রীর সাথে প্রতিদিন বা ১/২ দিন পর পর মিলন করেন তাহলেও জন্মনিয়ন্ত্রণের জন্য ওষুধ  প্রতিদিন খেতে হবে নিয়মিত।  আপনি জন্মনিয়ন্ত্রণে করতে স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ ফেমিকন, ফেমিপিল, মিনিকন, মারভেলন, নরেট২৮,  ইত্যাদি পিল গুলো   নিয়মিত ভাবে জন্মনিয়ন্ত্রণের জন্য পাতার ২১ টি পিল ২১ দিন খেতে পারবেন আর এই ২১ দিনেই হলো নিরাপদ সময় যা কোন রকম প্রটেকশন ছাড়াই  মিলন করতে পারবেন। এই পিল গুলোর খাওয়ার নিয়ম আপনি বক্সের ভিতরে দেখতে পারবেন যা ছোট কাগজে লেখা আছে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

প্রতিদিন   স্ত্রী সাথে শাররিক মিলন করলে এবং ,  বাচ্চা না নিতে চাই, আপনি জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতে পারেন বা আপনার স্ত্রীকে ৩ মাস মেয়াদি জন্মবিরতীকরন ইনজেকশন দিতে পারেন। এই ইনজেকশন একটা দিলে আগামী ৩ মাসের মধ্যে মিলন করলেও প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবে না।এছাড়াও নিয়মিত ভাবে প্রতিদিন মোট ২১ দিন করে স্বল্পমেয়াদী জন্মবিরতীকরন মারভেলন পিল অথবা নরেট২৮ পিল খাওয়াতে পারে। এসব কিছু সংগ্রহ করতে আপনার নিকটস্থ সেবা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা   ক্লিনিকে যান।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ