Call

তাহলে আপনারা প্রটেকসন  নিবেন। 

এখন নানা রকম জন্মবিরতি কর পিল,কনডম বা কয়িটাস ইন্টারাপ্টাস( মিলন করার সময় যখন বির্য বার হওয়ার উপক্রম হয় তখন লিঙ্গ যৌনাঙ্গ থেকে সরিয়ে নিয়ে আসা) ইত্যাদি প্রটেকসন গুলা ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

সহবাস করে বাচ্চা নিতে না চাইলে সহবাসের ৭২ ঘন্টার মধ্যে ইমার্জেন্সি পিল খাওয়াতে পারেন । এসব পিলে সাইট ইফেক্ট সে ক্ষেত্রে ভালো হয় আপনি নিয়মিতভাবে স্বল্পমেয়াদী জন্মবিরতীকরন পিল গুলো নিয়মিতভাবে খাবেন ২১ দিনে ২১ টা পিল উক্ত পিল খাওয়া কালিন নিরাপদভাবে প্রটেকশন ব্যতীত সহবাস করতে পারবেন। এছাড়াও সহবাসে ভালো মানের কনডম নিবেন। এবং সতর্ক থাকবেন কনডম যেনো ছিড়ে বা ফেটে না যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ