Call

পায়ু পথে গ্যাস বের হওয়ার দরুণ আপনার ওজু ভঙ্গ হবে। ওজু ভঙ্গ হলে বিনা ওজুতে নামাজ পড়া যাবে না। কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। কিন্তু কোরআন স্পর্শ না করে তিলাওয়াতে কোন বাধাঁ নেই। অনুরুপ ভাবে ওজু ব্যতিত বিভিন্ন তাসবিহ তাহলীল পাঠ করাতেও কোন সমস্যা নেই। আর বিভিন্ন তাসবিহ তাহলীল এর মাঝে 'আসতাগফিরুল্লাহ' ও একটি তাসবিহ। তাহলে একথা নির্দ্বিধায় বলা যায় পায়ু পথে গ্যাস বের হওয়ার দরুণ বা বিনা ওজু অবস্থায় আল্লাহর সুবহানাহু তাআলার নিকট মাফ চাইতে কোন বাধাঁ নেই কিংবা বিদ'আত নয়। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ