শেয়ার করুন বন্ধুর সাথে

সকল শ্রেণীর শিয়ারাই ভুল পথে আছে, বিষয়টি এমন নয়। বরং তাদের মাঝে শ্রেণীভাগ রয়েছে। শিয়াদের কিছু দল আছে যারা কাট্টা কাফের। যেমন ইসনা আশারিয়া দল তথা বার ইমামপন্থী গ্রুপ। তবে কিছু আছে যাদেরকে সরাসরি বাতিলপন্থি বলা যায় না। যেমন একটা গ্রুপ আছে যারা আবুবকর, উমর, উসমান রা.সহ অন্যান্য সাহাবায়ে কেরামকে মুসলমান মনে করে। তবে আলী রা.কে তাদের উপর প্রাধান্য দেয়। এরা হকপন্থি। আশা করি বুঝেছেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ