ভাই, আমাকে বিস্ময়ের একজন সমন্বয়ক বানান। কারন ইদানিং অনেকে ভুল উত্তর প্রদান, হুবহু একই প্রশ্নের পূনঃরাবৃত্তি, বানান ভুল ইত্যাদি প্রদান করছে। কিন্তু আমি এগুলোর বিরুদ্ধে কোনো বিশেষ ব্যবস্থা নিতে পারছিনা। তাই আমাকে যদি একজন সমন্বয়ক বানান তাহলে আমি বিস্ময়ের উন্নয়নের জন্য কিছু করতে পারতাম। . প্লিজ কোনো সমন্বয়ক আমার এইটা লুকায়িত/মুছে ফেলবেন না।
Share with your friends
Call
আপনাকে বিস্ময়ের একজন সমন্বয়ক বানান হবে। তবে আপনাকে আগে বিভাগ বিশেষজ্ঞ হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

বিভাগ বিশেষজ্ঞ হওয়ার পরে আপনার কার্যক্রমের ভিত্তিতে পুর্নাঙ্গ বিশেষজ্ঞ করা হবে।

পুর্নাঙ্গ বিশেষজ্ঞ হওয়ার পরে কার্যক্রম যদি আরো ভাল হয় তখন প্রশাসক বিবেচনা করে আপনাকে বিস্ময়ের একজন সমন্বয়ক বানাবেন। তবে বিস্ময়ের নীতিমালা সম্পর্কে সর্বদা সোচ্চার থাকতে হবে তাহলেই পদন্নোতি পেতে পারেন।

তাই ইদানিং যিনি ভুল উত্তর প্রদান, বানান ভুল, হুবহু একই প্রশ্নের পূনঃরাবৃত্তি, করছে অর্থাৎ তার যে সব পোস্ট আপনার কাছে আপত্তিকর মনে হবে পোস্টের নিচের সতর্ক কর বাটনটি ক্লিক করে দ্রুত আমাদের জানিয়ে দিবেন।

এছাড়াও বিস্ময়ে কার্যক্রম বাড়িয়ে তুলতে যা করতে হবেঃ

❖ নিয়মিত একটিভ থেকে মানসম্মত উত্তর প্রদান করতে হবে।

❖ সদস্যকে নির্দিষ্ট কিছু পয়েন্ট অর্জন করার পর অতিরিক্ত কিছু সুবিধা দেওয়া হয়েছে তার যথাযথ ব্যাবহার করতে হবে।

❖ কোনো প্রশ্নে বানান ভুল, ভুল বিভাগে প্রশ্ন করা হলে সম্পাদনা করার জন্য মন্তব্য সহ সতর্ক করতে হবে।

❖ অথবা ভুল উত্তরে মন্তব্য করে উত্তর দাতাকে অবহিত করতে হবে।

Talk Doctor Online in Bissoy App