talukdernbt

Call

ধাপ১: আপনি বিক্রিয়াটা প্রথমে লিখুন। 

ধাপ ২: বিক্রিয়া সমতা করুন।

ধাপ ৩: বিক্রিয়কগুলোতে কী কী বন্ধন আছে, সেগুলো লক্ষ্য করুন।

ধাপ ৪: মনে করুন, বিক্রিয়কে C-H বন্ধন আছে ৪টা, আবার উৎপাদে C-H বন্ধন মোট ৩টি। তাহলে নাই হলো কয়টা C-H?  ১টা। এটাকেই বলা হয় - একটা C-H বন্ধন ভেঙেছে। একটি C-H বন্ধনের শক্তি ৪১৪ কিলোজুল। বিক্রিয়কের এরকম কয়টা বন্ধন ভাঙে অথবা উৎপাদে নাই হয়ে যায়,  সেটা খেয়াল করুন। তারপর এদের শক্তিগুলোকে যোগ করুন । ধরুন, বিক্রিয়কের ২টা C-H এবং ১টা O-H উৎপাদে নাই হয়ে যায়, তাহলে বিক্রিয়কের বন্ধন ভাঙার মোট শক্তি E1= (২*৪১৪+৪৬৪) কিলোজুল।

উৎপাদে মনে করুন ২টা C-O বন্ধন সৃষ্টি হলো, যা বিক্রিয়কে নেই। এগুলোর মোট শক্তি বার করুন। আবার, উৎপাদে ৫টি এবং বিক্রিয়কে ৭টি C-O বন্ধন আছে। তাহলে নতুন যে দুইটি বন্ধন গড়ার জন্য শক্তি খরচ হলো, সেটাই উৎপাদের বন্ধন গড়ার মোট শক্তি। তাহলে, উৎপাদের বন্ধন গড়তে ব্যয়িত শক্তি E2 (৩৫০*২)=৭০০ কিলোজুল।

সুতরাং, ডেল এইচ = E2-E1 

এখন আপনি হিসাব করুন। এখানে আমি বিক্রিয়া লিখিনি, তবে আপনার পরীক্ষারর খাতায় বিক্রিয়া লেখা থাকবে, আপনি সমতা করে ডেল এইচ বার করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ