M A R Zihan

Call

ধর্মীয় সাদারণ ভাবে যায়েজ না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কাবিননামা বলতে বিবাহ সম্পাদনের লিখিত চুক্তি বোঝায়। বিবাহ সম্পাদনের জন্য বা বিবাহ বৈধ হওয়ার জন্য কাবিননামা অপরিহার্য নয়। কেউ যদি কাবিননামায় সাক্ষ্যর নাও করে সেই বিবাহ বৈধ হবে।


তবে কেউ যদি কবুল না বলে তাদের বিবাহ শুদ্ধ হবেনা বা তাদের উক্ত বিবাহ শুদ্ধ হয় নি। কেননা, ইজাব ও কবুল হচ্ছে, বিবাহের রুকন। যা ছাড়া বিবাহ সংঘটিত হয়না। আর মুখে ইজাব কবুল না করে শুধু কাবিননামায় সাইন করার দ্বারা ইজাব-কবুল হয় না। সুতরাং এখনো তারা স্বামী-স্ত্রী হন নি।


(খুলাসাতুল ফাতাওয়াঃ-২/৪৮, জাদীদ ফিক্বহী মাসায়েলঃ-১/২৮৭-২৮৮)।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ