BisnuRay

Call

সীতাকুন্ডের পাহাড় বা চন্দ্রনাথ ধাম ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

আপনি কুয়াকাটা বা কক্সবাজার যেতে পারেন.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি সিলেট যেতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি ৱাংগামাটি পর্জোটন যেতে পাৱেন?

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • সাজেক ভ্যালি। 
  • নীলছড়ি।
  • আলুটিলা।
  • জাফলং। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানঃ চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও চিত্তাকর্ষক স্থানের জন্য এ জেলা বিখ্যাত।
  • ঐতিহাসিক স্থানঃ
  1. কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাচীন মৃৎভবন ও পার্বতী চরণ দীঘি।
  2. কালুরঘাট বেতার কেন্দ্র।
  3. কেন্দ্রীয় শহীদ মিনার, চট্টগ্রাম।
  4. গুপ্ত জমিদার বাড়ি।
  5. চট্টগ্রাম ওয়ার সিমেট্রি।
  6. চট্টগ্রাম সেনানিবাস।
  7. চাকমা রাজবাড়ি।
  8. জেএম সেন হল।
  9. দামপাড়া বধ্যভূমি।
  10. দেয়াঙ পাহাড়।
  11. পণ্ডিতবিহার।
  12. পরৈকোড়া জমিদার বাড়ি।
  13. প্রসন্ন কুমার জমিদার বাড়ি।
  14. ফতেহপুর শিলালিপি।
  15. বড় উঠান জমিদার বাড়ি।
  16. ভুজপুর জমিদার বাড়ি।
  17. ভৈরব সওদাগরের জমিদার বাড়ি।
  18. মঘাদিয়া জমিদার বাড়ি।
  19. যদুনাথ চৌধুরীর জমিদার বাড়ি।
  20. রামধন জমিদার বাড়ি।
  21. শমসের গাজীর কেল্লা, মীরসরাই।
  22. সত্য সাহার জমিদার বাড়ি।
  23. সারিকাইত জমিদার বাড়ি।
  24. হালিশহর সেনানিবাস।
  • ক্রীড়া ও বিনোদনঃ
  1. এম এ আজিজ স্টেডিয়াম।
  2. চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম।
  3. জব্বারের বলীখেলা।
  4. জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
  5. মক্কার বলীখেলা।
  • চিত্তাকর্ষক স্থানঃ
  1. খৈয়াছড়া ঝর্ণা।
  2. গুলিয়াখালী সমুদ্র সৈকত।
  3. চট্টগ্রাম চিড়িয়াখানা।
  4. চট্টগ্রাম তোরণ।
  5. চন্দ্রনাথ পাহাড়।
  6. চুনতি বন্যপ্রাণ অভয়ারণ্য।
  7. জাম্বুরী পার্ক।
  8. দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণ অভয়ারণ্য।
  9. নাপিত্তাছড়া ঝর্ণা।
  10. পতেঙ্গা।
  11. পারকি সমুদ্র সৈকত।
  12. প্রজাপতি পার্ক বাংলাদেশ।
  13. ফয়েজ লেক।
  14. বাটালি পাহাড়।
  15. বাড়ৈয়াঢালা জাতীয় উদ্যান।
  16. বাঁশখালী ইকোপার্ক।
  17. বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড।
  18. ভাটিয়ারী।
  19. মহামায়া হ্রদ।
  20. শেখ রাসেল পক্ষিশালা ও ইকোপার্ক।
  21. সন্দ্বীপ।
  22. সহস্রধারা ঝর্ণা।
  23. সুপ্তধারা ঝর্ণা।
  24. সীতাকুণ্ড জাহাজ ভাঙ্গা এলাকা।
  25. স্বাধীনতা কমপ্লেক্স।
  26. হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্য।
  • পরামর্শঃ চট্টগ্রামের দর্শনীয় স্থানসমূহের কোথায় কী আছে এবং কিভাবে যাবেন, তা জানতে উইকিপিডিয়াতে 'চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থান' নামে সার্চ করুন এবং সেখানে দর্শনীয় স্থানসমূহের নামের উপর ক্লিক করে বিস্তারিত জেনে নিন। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দর্শনীয় স্থান হলো কক্সবাজার ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ