Sociology বিষয়টা কেমন?  ভাল হলে বাংলাদেশের কলেজগুলোর মধ্যে খুব কম কলেজে এটা পড়ায় কেন?? বিভাগীয় কলেজে নাই বললেই চলে..নামি দামি ১/২ কলেজে ছাড়া নাই..থাকলেও ৫০ টা সিট/১৩০ টা সিট  । যেমন খুলনাতে bl কলেজ ছাড়া নাই...গাজীপুর/ঢাকার মধ্যে ভাওয়াল কলেজ, 

Government Shaheed Suhrawardy College। মনে হয় বাংলাদেশের টোটাল ১০% কলেজে সমাজবিজ্ঞান আছে??এটা কি ভাল বা ডিমান্ডেবল সাবজেক্ট না??  এর চেয়ে রাষ্ট্রবিজ্ঞান  ভাল?


Share with your friends

Call
সমাজবিজ্ঞান হ'ল সমাজের অধ্যয়ন, সামাজিক সম্পর্কের নিদর্শন, সামাজিক যোগাযোগ এবং দৈনন্দিন জীবনের সংস্কৃতি। এটি একটি সামাজিক বিজ্ঞান যা সামাজিক শৃঙ্খলা, গ্রহণযোগ্যতা, এবং পরিবর্তন বা সামাজিক বিবর্তন সম্পর্কে জ্ঞানের একটি অঙ্গ বিকাশের জন্য অভিজ্ঞতাগত তদন্ত এবং সমালোচনামূলক বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে।
Talk Doctor Online in Bissoy App