আমি মাস তিনেক হলো পেটের উপরের দিকে ব্যথা পাচ্ছি,, এবং খাবার পর পেটের বাম পাশ স্বাভাবিকের তুলনায় ফুলে উঠছে...সারাদিনে কমবেশি ব্যথা থেকেই যাচ্ছে সকালের দিকে ব্যথা বেশি হচ্ছে। রক্ত পরীক্ষা করে sgpt (Alt) 52 খুব বেশি চিন্তয় আছি কি করবো...!  
Share with your friends
Call

ভাই আপনি পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সঠিক রোগ নির্নয় এবং পরবর্তী চিকিৎসা করুন। দুশ্চিন্তার কোনো কারন নেই। তবে আপনি রোগের যা বর্ননা দিলেন পেটের উপরের দিকে ব্যথা এটা হতে পারে গ্যাসের সমস্যা অর্থাৎ পেপটিক আলসারের কারনে। পেটের বাম পাশে ব্যথা যদি উপরের অংশে হয় তাহলে লিভার এবং পাকস্থলীর সমস্যা হতে পারে। আপনি আপাতত ডাক্তার এর পরামর্শে Cap. Sergel 40 mg দিনে সকাল-রাতে খাবার ১৫ মিনিট আগে খাবেন।

সমস্যার সমাধান না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
Talk Doctor Online in Bissoy App