আমার বয়স 19 মেয়েটির হয়তো 17 হতে পারে। , আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার এক বন্ধু একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে তখন ওই মেয়েটি রাজি হয় নাই, ঐদিন থেকে আমি মেয়েটাকে একটু চোখে চোখে রাখি, এবং এক বন্ধুর কাছ থেকে তার নাম্বার নিছিলাম, কিন্তু তার সাথে ফোনে কথা বলিনি, এক মাস পর তার সাথে এমনিতেই কলেজে কথা বলি। তাকে দেখতে দেখতে পার হয়ে যায় প্রায় নয় মাস, দিনে দিনে তার প্রতি ভালবাসাটা বাড়তেই থাকে,আমার এক বন্ধু প্রায়ই বলতো যদি তুই তাকে প্রেমের প্রস্তাব দিস তাহলে সে রাজি হবে, কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল খুবই কম, একদিন আমার বন্ধু তাকে আমার ব্যাপারে তাকে জানায়, যে আমি তাকে খুব পছন্দ করি, তখন সে আমার বন্ধুকে বলল তোর বন্ধু তো মেয়েদের সাথে দুদিন একদিন কথা বলে আর কথা বলে না, আমি রাজি হলে যদি সে দুদিন পর আমাকে ভুলে যায়? এবং সে বলছে যে তার সাথে আমি দেখা করতাম কলেজে, তা আমি কলেজে না গিয়ে তাদেরকে আমার এলাকায় নদীর পাড়ে আসার জন্য বলেছিলাম,,, তখন তারা আসছে, তার সাথে অনেক কথাবার্তা হল এক পর্যায়ে ছবি তোলার জন্য রাজি হয়নি পরবর্তীতে ছবি তোলার জন্য রাজি হয়েছে আমার পাশে বসে ছবি তুলছে। , কোন এক সময় তার ছবিগুলো আমার ফ্যামিলির সবাইকে দেখাই। এবং সে আমাকে বলল আমার সাথে নাকি সেই প্রেম করবে না শুধু বন্ধুত্ব করতে চায়,,, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন কি সমস্যা? তখন সে আমাকে বলল তার ভাইকে নাকি সে খুব ভয় পায় তার ভাই যদি একবার জানতে পারে তাকে খুব রাগ করবে। , তখন আমি রাজি হয়ে যাই যে ঠিক আছে আমরা বন্ধুত্বে করব। আমার কাছে তার নাম্বার থাকা সত্ত্বেও আমি কখনো তাকে কল দিতাম না যদি তার কোন সমস্যা হয় বলে, আমি ওকে তখন বলছি আমাকে কল দিতে রাতের বেলায় বাট সে আমাকে কল দেয়নি। এভাবে চলতে থাকে কয়েক দিন,,, , কলেজে গেলে কথা হতো কিন্তু কল দিতে বললে এসে আমাকে কল দিত না, কিন্তু কলেজে গেলে আমার দিকে বারবার সে তাকাতো। আমাকে ফলো করতো। , একদিন সে তার বান্ধবীকে বলছে সে নাকি ভালো সরকারি চাকরিজীবী ছেলে পেলে বিয়ে করে নেবে, এর ভিতরে আর প্রেম করার কি দরকার আর আমারও কষ্ট হওয়ার কি দরকার , তারও কষ্ট পাওয়ার কি দরকার? একদিন সন্ধ্যায় আমার এক বন্ধু তাকে ফোন দেয় এবং বললে আমার সাথে কথা বলতে তখন সে বলল সে নাকি পড়ার টেবিলে আরো পরে ফোন দিবে, লক্ষ্য করলাম সে আমাকে রাত দশটা ত্রিশ মিনিটে কল দিছে তো আমরা প্রায় এক মিনিটের মত কথা বলছি। , এর মধ্যে সে মাত্র একদিন আমাকে কল দিছে এক সপ্তাহের ভিতরে আর কোন কল দেয়নি, , একদিন আমি কলেজে ভিতরে হাটতেছি , এবং ঐদিন ডিসিশন নিশিওর সাথে আর কথা বলবো না,সে আমার রাগ হয়তো বুঝতে পেরে আমার সাথে নিজেই প্রথমে আমাকে সালাম দিয়েছে তারপর , হেঁটে হেঁটে কয়েক মিনিট কথা বললাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যদি আমাকে ভালো না লাগে তাহলে আমাকে না বলে দিন , আমি কখনো আপনাকে আর ডিস্টার্ব করবো না ,তখন সে আমাকে বলল আমি কি এগুলো আপনাকে বলেছি কখনো? আরও কিছু কথা বলে বলছি কল দিতে আমাকে, রাত্রে এসে আমাকে কল দিছে , কিছুক্ষণ কথা বলে লাইন কেটে দিয়েছি আমি, এর ভিতর দুই দিনে চলে যায় আমাকে কল দেয়নি, একদিন আমি নিজে থেকে তাকে কল দেয়ার অনেকবার চেষ্টা করেছি বাট আমার সবগুলা নাম্বার ব্লাকলিস্টে রেখে দিয়েছে সে। মেয়েটি খুব সুন্দর আজ তাকে দেখে আমি পুরো পাগল হয়ে যাই, আমি আজ ভেবেছিতার সাথে আর কথা বলব না কিন্তু তার রূপ দেখে আমি আরো পাগল হয়ে গেছি। তখন ওকে বারবার বলেছি কি সমস্যা আমাকে কেন কল দিলেন না কেন আমার নাম্বারগুলো ব্লকলিস্টে পালালেন তখন সে বলল আমি বাড়িতে ছিলাম না তাই। (এখন আমি মনে করি সে তার ভাইয়ের ভয়ে আমাকে কল দেয় না এবং সে মনে করে আমি তাকে ভুলে যাব। এবং প্রেম করার জন্য এর জন্য ঠিকই রাজি এবং আমাকে যদি পছন্দ নাই করতো তাহলে সে আমার সাথে কথা বলত না) এখন আপনারাই বলুন এটার মানেটা কি??
শেয়ার করুন বন্ধুর সাথে
Ibrahim

Call

মানে টা সুন্দর জিবন গড়ে তুলো সুন্দরি মেয়ের অভাব হবেনা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ