শেয়ার করুন বন্ধুর সাথে

ওযু ভঙ্গের কারণসমূহ - 

1. প্রসাব-পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে ।

2. প্রসাব-পায়খানার রাস্তা ব্যতিত শরীরের যেকোনো স্থান থেকে যেকোনো অপবিত্র বস্তু বের হয়ে গড়িয়ে গেলে যেমন:রক্ত, পুঁজ ইত্যাদি ।

3. থুথু কাশি ব্যতীত বমির সাথে রক্ত, পুঁজ, খাদ্য অথবা অন্য কিছু বের হলে এবং মুখভর্তি বমি হলে।

4. থুথুর সাথে বেশি পরিমাণ রক্ত এলে।

5. চিত হয়ে,কাত হয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে ।

6. বেহুশ হলে ।

7. পাগল হলে।

8. নেশাগ্রস্থ হলে ।

9 .নামাজে অট্টহাসি হাসলে ।


সূত্র:6ষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্ম বই ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ