শেয়ার করুন বন্ধুর সাথে
Call
অজু করার পর হাতে পায়ে বা মুখে তেল বা লোশন লাগালে অজু ভেঙ্গে যায় না।

মৌলিকভাবে অজু ভঙ্গের কারণ ৭টি। যথা,

১। পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া।

২। রক্ত, পূঁজ, বা পানি বের হয়ে গড়িয়ে পড়া।

৩। মুখ ভরে বমি করা।

৪। থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া।

৫। চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া।

৬। পাগল, মাতাল বা অচেতন হলে।

৭। নামাজে উচ্চস্বরে হাসি দিলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি তেল বা লোশন কোনো কারণে নাপাক না হয়ে থাকে তাহলে ওযুর কোনো ক্ষতি হয় না। 

আর এ বিষয়টি অযু ভঙ্গের সাতটি কারণের বাইরে। তাই সমস্যা নাই। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ