Habib96

Call

ইসলামি শরিয়ত তালাক দেয়ার ক্ষমতা স্বামীকে প্রদান করেছে৷ তাই সর্বাবস্থায় স্বামী হলো তালাকপ্রদানকারী আর স্ত্রী তালাক গ্রহিতা৷ তাই স্ত্রীর তালাক দেয়ার কোন ক্ষমতা নেই৷ তবে স্বামী যদি তার স্ত্রীকে তাফবীযে তালাক অর্থাৎ তালাক গ্রহণের অধিকার প্রদান করে থাকে, তাহলে স্বামীর দেয়া অধিকার বলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহন করতে পারবে (স্বামীকে তালাক দিতেে পারবে না)৷ সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে স্ত্রী যেহেতু নিজের উপর তালাক গ্রহণ করে নি, বরং স্বামীকে তালাক দিয়েছে তাই স্ত্রীর উপর কোন তালাক পড়ে নি৷ কেননা স্ত্রী তালাক গ্রহণকারী হতে হয়, প্রদানকারী নয়৷ দ্র: তালাকের মাসআলা খুবই গুরুত্বপূর্ণ ও জটিল৷ তাই স্থানীয় ফতোয়া বিভাগ, বড় মাদরাসা বা কোন গ্রহনযোগ্য মুফতির কাছে লিখিত প্রশ্নের মাধ্যমে লিখিত উত্তর নেয়া ভালো হবে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রাগ করে বউ যদি স্বামীকে তিন তালাক দেয় তাহলে তালাক হবে না। স্বামীদের তালাক দেওয়ার অধিকার ইসলাম স্ত্রীদের দেয়নি। তালাকের অধিকার মূলত পুরুষদের বা স্বামীদের দেওয়া হয়েছে। উদাহরণঃ জ্ঞানী নারী ও পুরুষ সকলেই জানেন যে, পুরুষের তুলনায় নারীগণ চঞ্চলমতি হন। তারা খুব সহজেই কারো প্রতি খুশি হন, আবার অল্পতেই কাউকে শত্রুভাবা শুরু করেন। তাই, তারা যদি এতো সহজেই তালাক দেওয়ার অধিকারিণী হন তাহলে ভবিষ্যতে সংসারে এটা তাদের স্বামীর প্রতি বিরূপ প্রভাব ফেলবে। স্বামীর সাথে মনোমালিন্য হলেই খুব সহজেই সম্পর্কছিন্ন করার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এজন্য তালাক দেওয়ার ক্ষমতা শুধুমাত্র পুরুষদেরকে দেওয়া হয়েছে। স্বামীদের তালাক দেওয়ার অধিকার ইসলাম স্ত্রীদের দেয়নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ