এজন্য অনেকে জানা প্রশ্নগুলোর উত্তর জানতে চায়।।    
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

প্রশ্ন করলে ১ পয়েন্ট বাড়ে এ  নিয়ম করা হয়েছে মূলত যখন একটি নতুন একাউন্ট  খুলা হয় তখন ১০ পয়েন্ট  দেওয়া হয় । আর আগে এই ১০ পয়েন্ট  নিয়ে মাত্র ১০ টি প্রশ্ন করতে পারতো যেখানে ১ টি প্রশ্নের জন্য ১ পয়েন্ট  মাইনাস হতো। আর যখন ঐ নতুন একাউন্ট এর সকল পয়েন্ট  মাইনাস হয়ে ০(শুন্য) হতো তখন ঐ একাউন্ট কারী আবার নতুন একাউন্ট  খুলে প্রশ্ন করতো মূলত ফেক  একাউন্ট   বা একই ব্যাক্তি প্রশ্ন করার আশায় একাধিক    একাউন্ট যাতে না চালু করে এ জন্য প্রশ্ন করলে পয়েন্ট  + (প্লাস) হবে এ নিয়ম চালু করেন। যাতে প্রতিটা প্রশ্ন করলে পয়েন্ট  প্লাস হয় এবং কোন নতুন একাউন্ট  এর পয়েন্ট  শুন্য না হয়। মূলত এটাই কারন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ