আমার এক বন্ধু কিছুদিন (১০) দিন হল বিবাহ করেছে।নানাবিধ কারনে সে তার স্ত্রীর সাথে থাকতে পারতেছে না।এভাবে অনেক দিন না থাকলে কী তালাক হয়ে যাবে? ইসলাম কী বলে? বিদ্র:তাদের মধ্যে কোন মনমালিন্য নেই।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিয়ের পর ৪১ দিনের মধ্যে স্ত্রীর সাথে না থাকলে বিয়ে ভেঙ্গে যাবে না। এমন কি তালাক-ও হবেনা। তালাক অটোমেটিক কোনো বিষয় না যে নির্দিষ্ট সময়ের পরে এমনই হয়ে যাবে। বিয়ের বন্ধন কোনোভাবেই বিচ্ছিন্ন হয়ন্স যদি না তালাক দেওয়া হয়। তালাক না দেওয়া পর্যন্ত এই বন্ধন ঠিক থাকবে। কিন্তু স্ত্রীর হক আদায় না করার কারণে আল্লাহ তায়ালার কাছে এর জন্য জবাবদিহি করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ