মলদ্বারে তীব্র পরিমাণে চুলকায় রাত হলে,, তার সমাধান কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিভিন্ন কারণে পায়ুপথে চুলকানি বা জ্বালাপোড়া করতে পারে। সবচেয়ে বেশি যেসব কারণে এ সমস্যা হয়, সেসব কারণ হলোঃ বেশি আর্দ্রতা, মৃদু ব্যথা, মানসিক বিষয়, সংক্রমণ এবং পায়ুপথে এক ধরনের ছত্রাক। যদি চুলকানি না থামে এবং ক্রমাগত বাড়তেই থাকে, তাহলে স্বল্পকালীন স্টেরয়েড ও চুলকানিবিরোধী মলম ব্যবহার করা যেতে পারে। এসব ক্ষেত্রে স্থানিক অ্যানেস্থেটিক ক্রিমগুলো ক্ষতিকর। মনে রাখবেনঃ পায়ুপথে চুলকানি কোনো ছোট উপসর্গ নাও হতে পারে। যদি চুলকানি অবিরাম থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ