শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সন্তান হারানো মা বাবাকে সান্তনা দেওয়ার একটাই পথ তা হচ্ছেঃ সবর। বিপদ-আপদে ধৈর্য ধারণ করতে বলুন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য- ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও। [আল- বাক্বারাঃ ১৫৫] অত্র আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন বিভিন্ন সময় মুমিনদেরকে বিভিন্ন বালা-মুসিবত দ্বারা পরীক্ষা করবেন। কখনো শত্রদের ভয়, কখনো ক্ষুধা অর্থাৎ অভাব-অনটন আবার কখনো ধন-সম্পদ ধ্বংস ও প্রিয় ব্যক্তিদের মৃত্যু এবং বিভিন্ন ফল-ফসলাদী নষ্টের দ্বারা। এটাই হল আল্লাহ তাআলার রীতি। কেননা সবসময় যদি মুমিনরা সুখ-সাচ্ছন্দে থাকে তাহলে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়েও যেতে পারে এবং নেয়ামতের মূল্যায়ন নাও করতে পারে। তাই বলা হয়েছে, তুমি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান কর অর্থাৎ যারা এসব বিপদ-আপদে ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। সুতরাং যারা বিপদ-আপদে ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ