ভালো/ খারাপ মানুষ চিনার উপায় কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মানুষের চেহারা দেখে ভাল মন্দ বুঝা যায় না। মানুষ সৎ অসৎ ভাল না খারাপ তা বুঝা যায় তার কর্মে। মানুষের কর্ম বা কথা বলার ভঙ্গিতে তাদের ভাল মন্দ বিচার করা যায়। ভাল মানুষের অনেক গুণ থাকতে পারে, তার মধ্যে সবচেয়ে ভালো কয়েকটি গুণের কথা হচ্ছেঃ ১। তিনি মানুষের উপকারের জন্য সেবামূলক কাজ করেন। ২। বাবা মায়ের খেদমত করেন। ৩। উন্নত চরিত্রের অধিকারী। ৪। ধৈর্যশীল ব্যক্তিত্ব। ৫। মিথ্যা পরিহার করে। ৬। সত্য কথা বলেন। ৭। অবৈধ কোন সম্পদ অর্জনের জন্য বিপথে পা বাড়ান না। ৮। মিতব্যায়ী। ৯। অপরের কল্যাণে নিয়োজিত থাকা। ১০। হিংসা ও অহংকারী না হওয়া। ১১। কারো উপর কোনো প্রকার জুলুম নির্যাতন না করা। ১২। সর্বোপরি আখিরাতকে বিশ্বাস করে আল্লাহর হুকুম ও ধর্মীয় অনুশাষন মেনে চলেন। [এর বিপরীত-ই হচ্ছে মন্দ মানুষ চেনার লক্ষন]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ