Call

ছোট বেলায় সবার চেহারা সুন্দর। বড় বেলায় কারো কারো ক্ষেত্রে সুন্দর হয় কারো ক্ষেত্রে খারাপ হয় এটা ঘটে তাদের পরিবার এবং পরিবেশের উপর নির্ভর করে।

Talk Doctor Online in Bissoy App
Sadiq islam

Call

টিনেজারের চেহারায় একটু বিরূপতা দেখা যায়। তার মধ্যে থাকে অজানাকে জানার ইচ্ছা, নিষিদ্ধের প্রতি আকৃষ্টতা, নানা কুরুচির সমাবেশ ইত্যাদি। ফলে চেহারায় একটু প্রভাব পড়ে। তাছাড়া এই বয়স বাড়ন্ত বয়স। পর্যাপ্ত পরিমাণ শক্তি দেহের জন্য প্রয়োজন পড়ে।.... কিন্তু বয়স বাড়লে এসব থেকে পরিত্রাণ পাওয়া যায়।নিজের চেহারায় আবারও সজীবতা। দেখতেও আগের তুলনায় ভাল হয়।

Talk Doctor Online in Bissoy App
Sakib Ahmed

Call

এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।সবই আল্লাহর ইচ্ছা।তিনি যাকে ইচ্ছা যেমন খুশি রুপ দান করেন।আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।তাই এটা নিয়ে দুষ্চিন্তা করবেন না।

Talk Doctor Online in Bissoy App