শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জেনেশুনে কোন দেশের চুরিকৃত পণ্য যা মোবাইল হোক বা অন্য কিছু কেনা জায়েজ নয়। সুতরাং বিক্রেতা মোবাইলটি চুরি করে এনেছে একথা জানা থাকলে আপনার জন্য তা ক্রয় করা জায়েজ হবে না। হাদীস শরিফে আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জেনেশুনে চুরিকৃত বস্তু ক্রয় করল সেও চুরির অপরাধে শরিক হয়ে গেল। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদীসঃ ২২৪৯৫; আততারগিব ওয়াত তারহিবঃ ২/৫৪৮) বিখ্যাত তাবেয়ি মুহাম্মাদ ইবনে সিরিন (রহঃ) বলেন, আমি আবিদা আসসালমানি (রহঃ)-কে জিজ্ঞাসা করলাম, আমি কি চুরিকৃত বস্তু কিনতে পারব, অথচ আমি জানি এটা চুরিকৃত? তিনি বললেন, না, তুমি তা কিনতে পারবে না। [(প্রাগুক্ত)-শরহুল মাজাল্লাহ ১/২৬২; ইতরুল হেদায়া পৃ. ৬০)]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ