Habib96

Call

মিলাদ শব্দের অর্থই হলো- জন্ম-বৃত্তান্ত৷ আর কারো জন্ম বৃত্তান্ত পড়া যায় না, আলোচনা করা যায়৷ আমাদের সমাজে মিলাদ বলতে রাসুল সা:এর জীবনি আলোচনা করাকে বুঝে থাকে৷ রাসুলের জীবনি আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ ও ছওয়াবের কাজ৷ এর জন্য নির্দিষ্ট কোন দিন, সময় বা উপলক্ষ নির্ধারন করা শরিয়ত অনুমোদিত নয়৷ যে কেউ যেকোন মজলিসে রাসুলের জীবনি আলোচনা করতে পারেন৷ তবে আমাদের সমাজে প্রচলিত মিলাদের নামে অনেক শরিয়ত বিরোধি কাজ হয়ে থাকে৷ তাই বিজ্ঞ আলেমদের মত হলো- প্রচলিত মিলাদ বিদআত৷ পুরুষ-মহিলা কারো জন্যই করা জায়েজ নয়৷ শরিয়তের বিধি-বিধানের প্রতি লক্ষ্য রেখে রাসুলের জীবনি আলোচনা করতে পারে৷ এবং অবশ্যই এটি সওয়াবের কাজ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ