Call

মুরগি, পাখি এ জাতীয় প্রাণী যেমন, পোল্ট্রি মুরগি ইত্যাদি ওজন করে বিক্রি করা জায়েজ আছে। কেননা, ওজন করলে নিশ্চিত হওয়া যায় কত তা কেজি। যদি আইডিয়া মোতাবেক ওজনে কম দিয়ে মুল্য বেশি নেওয়া হয় এটা হবে প্রতারণা ও ধোঁকাবাজি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে প্রতারণা ও প্রতারক, ধোঁকাবাজি উভয়ের ব্যাপারে কঠোর নিন্দা জ্ঞাপন করেছেন। ব্যবসায়-বাণিজ্য ও লেনদেনের ক্ষেত্রে পরিমাণ ও ওজনে কম বেশি করা বা ঠকানোর মাধ্যমে জীবিকা উপার্জন একটি জঘন্য অপরাধ। পবিত্র কোরআন ও হাদিসে এ ধরনের কাজকে কঠোরভাবে নিষিদ্ধ, নিন্দনীয় ও পরকালীন দুর্ভোগের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ বলেন, যারা মাপে কম দেয়, তাদের জন্য দুর্ভোগ। এরা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন মেপে দেয় তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে? সেই মহাদিবসে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব প্রতিপালকের সামনে। (সূরা মুতাফফিফিন, আয়াতঃ ১-৬)। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন দাঁড়িপাল্লা। যাতে তোমরা সীমা লঙ্ঘন না কর দাঁড়িপাল্লায়। তোমরা সঠিক ওজন কায়েম কর এবং ওজনে কম দিও না। (সূরা রহমান, আয়াতঃ ৭-৯)। তাই আমাদের উচিত, পাখি এ জাতীয় প্রাণী যেমন, পোল্ট্রি মুরগি ইত্যাদি ওজন করে বিক্রি করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ