হ্যাঁ আছে। বা মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে বলেছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা। অর্থ:-বলুন, হে আমার প্রতিপালক শৈশবে আমার  পিতা মাতা যেভাবে যত্ন করেছেন তুমি তাদেরকে সেভাবে যত্ন কর। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগিরা এই দোয়াটি আপনি সব সময় পড়তে পারবেন। হাদিসে আসছে যে দোয়ার শুরুতে দরুদ শরীফ মাঝে পিতা-মাতার প্রতিি দোয়া আর শেষেেে দরুদ শরীফ দিয়ে শেষ hoy সেই দোয়া আল্লাহর  কাছে বিনা পরদায় পৌছায় 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ