শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সুন্নাত হলো রাসূল (সাঃ) এর বাস্তব কর্মনীতি। শরীয়তবিদদের পরিভাষায় সুন্নাত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সমর্থন। হজরত আবদুুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) সর্বদা সাদা টুপি পরিধান করতেন। (মাজমাউয যাওয়ায়েদঃ ৮৫০৫)। টুপি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, সাহাবায়ে কেরাম পরেছেন, তাবেয়ীন তাবে-তাবেয়ীন পরেছেন এবং পরবর্তীতে সব যুগেই মুসলিমগণ তা পরিধান করেছেন। টুপি, পাগড়ীর মতোই একটি ইসলামী লেবাস। হাদীসে, আছারে ও ইতিহাসের কিতাবে এ বিষয়ে বহু তথ্য আছে। হাসান বিন মেহরান থেকে বর্ণিত, একজন সাহাবী বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার দস্তরখানে খেয়েছি এবং তার মাথায় সাদা টুপি দেখেছি (আল ইসাবাহঃ ৪/৩৩৯)। উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কান বিশিষ্ট টুপি পরতেন আর আবাসে শামী টুপি পরতেন। (আখলাকুন নুবুওয়্যাহ, আল জামে লি আখলাকির রাবী ওয়া আদাবিস সামে পৃ. ২০২)। সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত সব মুসলিম আল্লাহর পথের পথিকদের জন্য টুপি সুন্নাতি লেবাসের অন্তর্ভুক্ত। (ফয়জুল কাদিরঃ ৫/৭১৬৮)। এজন্য-ই টুপি মাথায় দেওয়া সুন্নাত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ