তাহারেই মনে পড়েঃ
কবিতায় বসন্ত কবির মনকে পুলকিত করতে পারেনি। বসন্তকে বরণ করে নেওয়ার কোনো উৎসাহ কবির মধ্যে নেই। কবি তার দ্বিতীয় স্বামীকে খুব ভালোবাসত । তার মৃত্যু কবিকে ভীষনভাবে ব্যথিত করে। তার সাথে কাটানো সময়গুলোর কথা কবির খুব মনে পড়ে। বিশেষ করে শীতকালের কথা। শীতের রিক্ততার মাঝেই কবি নিজ জীবনের অনন্ত শুন্যতা ও মর্মপীড়ার সাদৃশ্য খুঁজে পেয়েছেন। তাই আজ কবির হৃদয়ে বসন্তের সমারোহ নয় শীতের শূন্য রিক্ত প্রকৃতি জেগে ওঠে। সাম্যবাদীঃ
কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন। তিনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান ইহুদী সাওতাল ভীল গারো প্রভৃতি জাতিকে এক অভিন্ন মানবজাতি মনে করেছেন। তিনি পৃথিবীর সকল ধর্ম ধর্মগ্রন্থ তীর্থস্থানের উর্ধ্বে স্থান দিয়েছেন মানুষকে তথা মানুষের হৃদয়কে। যেখানে পৃথিবীর সকল ধর্ম, ধর্মগ্রন্থ তীর্থস্থানের সন্ধান পাওয়া যাবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ