শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

আপাতত আপনাকে বোকা বলে মনে হচ্ছেনা। তবে কিছু করতে গেলে সেটাই বোকামী হবে। কে বলল, কিভাবে বুঝলেন আপনি বোকা? কেউ বোকা বললে বোকা হয়না। এক এক জন মানুষ এক এক রকম বোঝে।  ধরুন কেউ যত সময়ই লাগুক, গাড়ি করে বাজারে যেতে চান। আপনি তাকে বোকা ভাববেন না। তার কাছে হাটার ইচ্ছা নাই, কাজেই গাড়ি ছাড়া গতি কি?, আবার কেউ শর্টে নালা ডিঙ্গিয়ে যেতে চান। আপনি তাকেও বলতে পারেন না যে, আরে বোকা সহজ রাস্তা রেখে পচাই গেলি কেন? অথচ ব্যক্তির হাতে সময়ই ছিলনা। অন্য পথ কি? তেমনি কেউ হয়ত আপনার সরল পথ বা ভাবনা দেখে দুকথা বলতেই পারে। কিন্তু সে আপনার স্থান থেকে ভেবে দেখেনি যে অন্য উপায় নাই। কাজেই নিজেকে এমন ছোট না ভেবে বরং আপন দায়িত্ব পালন করুন। তাহারা যাহা দেখে খারাপ ভাবে তাহারা একদিন সেই কর্মই দেখে ভাল বলে প্রশংসা করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ