MdAbuSaeed

Call

এখানে ক্লোরিন এর জারণ সংখ্যা +১ । কারণ: এখানে তিনটি মৌল আছে। যাদের মধ্যে হাইড্রোজেন এর জারণ মান ধনাত্মক। বাকি দুটি মৌল, ক্লোরিন ও অক্সিজেন হলো তড়িৎ ঋণাত্মক মৌল। কিন্তু এদের মধ্যে অক্সিজেন এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাই এখানে অক্সিজেন এর জারণ মান হবে নেগেটিভ এবং স্বাভাবিক মান অর্থাৎ -২.  তাহলে, +১-২+x=০ x=+১ ক্লোরিন এর জারণ মান +১

Talk Doctor Online in Bissoy App