Share with your friends

কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজে মোট আসন সংখ্যা ২৪১৫। নিচে প্রতিটি সাবজেক্টের আসন সংখ্যা দেখানো হল। ব্র্যাকেটে পারসেন্টেজ (%) দ্বারা মানবিক বিভাগের জন্য বরাদ্দকৃত আসন সংখ্যা বুঝানো হল। ১) বাংলা-১২০  (৭০%) ২) ইংরেজী-১২০ (৭০%) ৩) ইতিহাস-১২০ (১০০%) ৪) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ১২০ (১০০%) ৫) দর্শন- ১০০ (১০০%) ৬) রাষ্ট্রবিজ্ঞান- ২০০ (৯০%) ৭) সমাজকর্ম- ২০০ (৯০%) ৮) অর্থনীতি- ১৭৫ (৮০%) ৯) হিসাববিজ্ঞান- ২৫০ (৫%) ১০) ব্যবস্থানা- ২৫০ (৫%) ১১) পদার্থ- ৯৫ ১২) রসায়ন- ৯৫ ১৩) গণিত- ১৮৫ ১৪) উদ্ভিদবিজ্ঞান- ১১৫ ১৫) প্রাণিবিজ্ঞান- ৯৫ ১৬) ভূগোল ও পরিবেশ- ১৮৫ (ভূগোল ও পরিবেশ বিষয়ে সায়েন্স/আর্টস/কমার্সের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ নাই। ভূগোল ও পরিবেশ বিষয়ে সায়েন্স/আর্টস/কমার্সের শিক্ষার্থীদের সম্মিলিত মেধা তালিকা থেকে ভর্তি করানো হবে।)

Talk Doctor Online in Bissoy App