বিস্তারিত উত্তর চাই...
Share with your friends
Junait

Call

নীতিমালা.. পড়ুন জানতে পারবেন। 


  • কিছু কিছু ক্ষেত্রে একটি প্রশ্নে একাধিক উত্তর গ্রহণযোগ্য নয় সে ক্ষেত্রে সঠিক উত্তর হলেও কিছু করার থাকে না প্রথম উত্তর টিকে অগ্রাধিকার দিয়ে বাকী উত্তর গুলো লুকিয়ে ফেলা হয়।
  • অতি সংক্ষিপ্ত এবং যথেষ্ট তথ্য ভুল না হলেও অনেক সময় উত্তর মুছে দেয়া হয়
  • একই প্রশ্নে দুজন উত্তরদাতার উত্তরায় কি রকম হলে প্রথম উত্তরদাতা গাড়ির উত্তর অগ্রাধিকার দেয়া হয় এবং দ্বিতীয় উত্তর কারীকে মুছে দেয়া হয়।
  • অনেক ক্ষেত্রে যথেষ্ট তথ্যসূত্র না থাকার কারণে উত্তর কে সতর্ক করা হয় এবং সম্পাদনা না করলে পরবর্তীতে মুছে দেয়া হয়।
  • আপনার উত্তরে একাধিক বানান থাকলে মুছে দেয়া হবে।
  • দুটি উত্তর একই সাথে আসলে দুটি উত্তর সঠিক হল প্রথমটিই শুধুমাত্র অগ্রাধিকার দেয়া হবে দ্বিতীয় উত্তরটি লুকায়িত করে দেয়া হয়।
  • অনেক সময় যে সকল সদস্য এর পয়েন্ট 100 এর কম তাদের সকল পোস্ট অনুমোদনের অপেক্ষায় থাকার কারণে উত্তর দিলে অনুমোদনের অপেক্ষায় থাকে এবং যে সকল  সদস্যদের পয়েন্ট ১০০+ তারা উত্তর দিলে সরাসরি অনুমোদন পায়। এরকম ঘটনায় পরবর্তীতে যখন মডারেশন করা হয় তখন যদি 100 পয়েন্টের কম সদস্যটি আগে উত্তর দিয়ে থাকেন তাহলে তখন তার উত্তর দিকে অগ্রাধিকার দিয়ে পরে আসা উত্তরগুলো যদি  একই রকম হয় তাহলে মুছে দেয়া হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

এছাড়াও প্রতিটি প্রশ্নের উত্তর দেয়ার সময় একটি সতর্কবার্তা দেখানো হয় তা নিম্নরূপ image এটি মনে রাখবেন।
Talk Doctor Online in Bissoy App