শেয়ার করুন বন্ধুর সাথে

বাংলাদেশের মানুষের পেনিসের গড় সাইজ ৩.৫ থেকে ৬ ইঞ্চি।

আর নারীদের যোনী এর গভীরতা শরীরভেদে পার্থক্য হলেও সাধারণত একটি অনুত্তেজিত যোনির দৈর্ঘ্য সামনের দিকে ৬ থেকে ৬.৫ সে. মি. (২.৫ থেকে ৩ ইঞ্চি) এবং পেছনের দিকে ৯ সে. মি.

তাই বলা যায় সর্বনিম্ন ৩ ইঞ্চি লিঙ্গ দিয়ে নারীদের তৃপ্তি দেয়া সম্ভব। আর সাইজ টা মেইন বিষয় না,,,, ডিউরেশন হলো মেইন বিষয়। আপনি কত সময় মিলন করতে পারছেন সেটাই মুখ্য বিষয়। সাইজ ছোট হলেও ডিউরেশন যদি ভালো থাকে তাহলে নারীকে পূর্ন তৃপ্তি দিতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোন দেশের পুরুষাঙ্গের আকার কত সম্প্রতি তার উপরে একটি গবেষণা তথ্য প্রকাশিত হয়েছে। বিজ্ঞান বিষয়ক সাময়িকী জার্নাল পার্সোনালিটি এন্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এ প্রকাশিত হয়েছে এ তথ্য। গবেষকরা প্রায় সাড়ে ১৫ হাজার মানুষের উপর জরিপ পরিচালনা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। প্রকাশিত ৮০ টি দেশের পুরুষের লিঙ্গের আকার প্রকাশের পর দেখা গেছে:-

  • বিশ্বের পুরুষদের লিঙ্গের গড় আকার ৫.৫ ইঞ্চি।
  • গড়ে সবচাইতে বড় লিঙ্গের অধিকারী কঙ্গোর পুরুষরা এবং দেশটির পুরুষদের লিঙ্গের গড় মাপ ৭.১ ইঞ্চি।
  • দক্ষিণ কোরিয়ার পুরুষদের লিঙ্গের গড় মাপ সবচাইতে ছোট ৩.৮ ইঞ্চি।
  • বিশ্বের শুধুমাত্র ৩ শতাংশ পুরুষের লিঙ্গ ৮ ইঞ্চির বেশি।
  • বিশ্বের মাত্র ৬ শতাংশ পুরুষের কনডমের সাধারন আকারের চাইতে বড় আকারের কনডমের দরকার হয়।
এই তালিকায় বাংলাদেশের তথ্য নেই। তবে ভারতের সাথে বাংলাদেশের মানুষের শারিরীক গঠনের মিল থাকায়, বাংলাদেশের তথ্যটি ভারতের কাছাকাছিই হবে বলে অনুমান করা যায়। ভারতের পুরুষদের গড় ৪ ইঞ্চি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ