Call

জ্বীন শব্দের অর্থ গুপ্ত, অদৃশ্য, লুক্কায়িত, আবৃত প্রভৃতি। এক হাদিস থেকে জানা যায়, জিন তিন প্রকারঃ এক. যারা শূন্যে উড়ে বেড়ায়। দুই. কিছু সাপ ও কুকুর। তিন. যারা মানুষের কাছে আসে ও চলে যায়। (সহিহ আল জামে আস-সগিরঃ ৩১১৪) সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয়। কিন্তু, জ্বীনরা মানুষদেরকে দেখতে পায়। জ্বীনদের শরীর মূলত খুব সূক্ষাতি সূক্ষ। জ্বীনরা চাইলে যেকোন কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে। জ্বীনদেরকে আল্লাহপাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন যার দ্বারা জ্বীনরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে। তবে জ্বীনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হল সাপের আকার। জ্বীনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে। এরা সূক্ষ্ম, তাই স্থূল মানুষ বা পশু- পাখি জ্বীনদের দেখতে পারে না। তবে তাদের আবির্ভাব বুঝা যায় কেননা, এরা বহুরূপী এরা যেকোন সুরত ধরতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এদের কোনো নিদ্রিষ্ট আকৃতি নেই *এরা একেক জনের কাছে একেক রূপে দেখা দিতে পারে তাই জ্বীনের দেখতে কেমন এটা বলা সম্ভব নয

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Habib96

Call

জ্বীনেরা আগুনের তৈরি৷ এরা যে কোন সময় যে কোন/কারো আকৃতি ধারণ করতে পারে৷ সাধারণত কোন মানুষ এদের নিজ আকৃতিতে দেখতে পায় না৷ বরং অন্যকোন আকৃতিতে দেখে থাকে যা একেকবার একেক রকম হয়৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ