mdsagir44

Call

জিন ও মানুষের মধ্যে অনেক পার্থকৌ ১.জিন অাগুনের তৈরি মানুষ মাটির ২.জিন যে কোন বেশ ধারন করতে পারে মানুষ পারেনা হা মানুষ জিনকে দেখতে পারে তবে ভিবিন্ন অাকৃতির রূপে দেখতে পারে মানুষ যেমন সাপ, বিড়াল কুকুর, কাক ইত্যাদি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
mangso

Call

টি পছন্দ জাতিগত দিক দিয়ে জ্বীন এবং শয়তান একই । কুরআনে বলা আছে, "সে ছিল জ্বীনদের একজন" । রেফারেন্সও দিতে পারব । সুতরাং শয়তানও জ্বীন । ফেরেশতা নয় । কুরআনে সরাসরি কোথাও শয়তানকে ফেরেশতা বলা হয় নি । তাই সে জ্বীন । তবে সাধারণ জ্বীন থেকে এখন শয়তান অনেক আলাদা । শয়তানকে কিছু অতিরিক্ত ক্ষমতা দিয়ে অভিশপ্ত করা হয়েছে । কিমামাত পর্যন্ত শয়তান বাঁচবে । ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

হ্যাঁ, জিন ও শয়তান একই জাতি বা একই ধরনের সৃষ্টি। আল্লাহ সুবহানাহুতায়ালা কোরআনে কারিমের মধ্যে এরশাদ করেছেন, ‘শয়তান মূলত জিন জাতির মধ্যে অন্তর্ভুক্ত।’

আবার এদের মধ্যে পার্থক্যও আছে!

★জিন জাতির মধ্যে শয়তান থাকে, তবে সব জিনই শয়তান নয়।

★জিনের মধ্যে ভালো-মন্দ উভয়ে আছে,কিন্তু শয়তান সবই মন্দ।

★মানুষের জন্য যেমন মৃত্যু অবধারিত একটি বিষয়, অনুরূপভাবে জিন ও শয়তানদের জন্যও অবধারিত একটি বিষয়। শুধু ইবলিশকে আল্লাহু সুবহানাহুতায়ালা একেবারে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে অবকাশপ্রাপ্ত।

★মানবজাতির মধ্যে যেমন ভালো-মন্দ আছে, তেমনি জিনদের মধ্যেও ইমানদার আছে, আবার বেইমানও আছে।আর এই বেঈমানদের থেকেই হয় "শয়তান"৷ 

★★সাধারণত মানুষের চোখে তারা দৃষ্টিগ্রাহ্য নয়। কিন্তু, জ্বীনরা মানুষদেরকে দেখতে পায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ