শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমরা যখন লিফটে চড়ে উঁচু দালানে উঠানামা করি তখন আমরা ওজনের তারতম্য অনুভব করি।আমরা যখন কোনো স্থির লিফটে দাঁড়াই তখ৭ আমরা লিফটের মেঝের উপর আমাদের ওজনের সমান বল প্রয়োগ করি,লিফটও আমাদের উপর ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে আমরা আমাদের ওজনের অস্তিত্ব টের পাই।কিন্তু লিফট যদি উপরের দিকে উঠতে থাকে তখন স্থির অবস্থান থেকে উপরের দিকে যাত্রা করায় লিফটির উপরের দিকে একটি ত্বরণ সৃষ্টি হয়। ফলে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হয় g এর চেয়ে বেশি।এ বর্ধিত ত্বরণের জন্য আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে বেশি বল প্রয়োগ করি।তখন লিফটও আমাদের উপর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে তা আমাদের ওজনের চেয়ে বেশি হয় ও নিজেদেরকে ভারী অনুভব করি।লিফট যখন নিচে নামতে শুরু করে তখন স্থির অবস্থান থেকে একটি ত্বরণ সৃষ্টি হয় ও লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হয় g এর চেয়ে কম।এ কম ত্বরণ নিয়ে আমারা লিফটের উপর আমার আমাদের ওজনের চেয়ে কম বল প্রয়োগ করি।ফলে আমরা হালকা অনুভব করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ