ক. বলবেন নকল করা আত্মমর্যাদাহানিকর। খ. শিক্ষকের নিকট ঘটনাটি বলবেন। গ. অন্য ক্লাসে বদলি হবেন। ঘ. শিক্ষক না বলা পর্যন্ত কিছুই বলবেন না। ঙ. অন্য ছাত্রদেরকে নকল করা ছাত্রটির কাছ থেকে নিজেদের খাতাপত্র লুকিয়ে রাখতে বলবেন।
Share with your friends

আমি A. অপশনটি বেছে নেব। 

Talk Doctor Online in Bissoy App

আমার উত্তরঃ ক। এতে, সে লজ্জিত হয়ে নকল করা ছেড়ে দেবে। ফলে, সে পরবর্তীতে ভালো করে পড়াশুনা করে, ভালো রেজাল্ট করবে। এর ফলে তার মঙ্গলই হবে। নিশ্চয়ই আমি আমার সহপাঠীর মঙ্গল কামনা করব।

Talk Doctor Online in Bissoy App

Call

আমার ক্ষেত্রে উত্তর হল B. কারণ শিক্ষক কে বলব তাহলে শিক্ষতা সমাধানের চেষ্টা করবেন ও তাকে বুঝিয়ে বলবে তাই সে এরপর থেকে আর নকল করতে চাইবেনা আর এতে সমস্যার সমাধান হবে।

Talk Doctor Online in Bissoy App
e~m~o~n

Call

উত্তর : ক এতে সে লজ্জিত হয়ে আর করবে না।

Talk Doctor Online in Bissoy App