Google adsense account থেকে ডলার ইনকাম করা ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম???? দলিল সহ দিবেন।
Share with your friends
Call

আল্লাহ ব্যবসাকে হালাল করাছেন আর সুদকে হারাম করেছে। শুরা বাকারা আয়াত ২৭৫  এই আয়াত এই জন্য দিলাম কারন এডসেন্স থেকে ইনকাম করা এক ধরনের ব্যবসা, কারন আপনি আপনার একটা ওয়েব সাইটে বা  youtube channel এ অন্যের এড প্রোভাইড করতেছেন। এটা  হলো ব্যবসা। আর ব্যবসা হালাল। না হলে বিজ্ঞাপন হারাম হয়ে যেতো।  এখন কথা হলো আপনি কোন জায়গায় এডসেন্স এর বিজ্ঞাপন দেখাচ্ছেন ঐ জায়গা কি হালাল আগে সেটা দেখতে হবে। যদি এমন কোন কন্টেন্টে আপনি এডসেন্স এর এড প্রোভাইড করতেছেন যেটা ইসলামে হারাম। তাহলে সেটা হারাম ইনকাম। যেমন গানের ইউটিউব চ্যালেন। আসা করি আপনার উত্তর পেয়ে গেছেন।  

Talk Doctor Online in Bissoy App