শেয়ার করুন বন্ধুর সাথে
Call

যে যে কারণে কানে ব্যথা হয়ঃ


  1. কানের পর্দার বাহিরের নালীতে ইনফেকশন হলে।
  2. এয়ার ক্যানেলে একজিমা হলে।
  3. কানে ময়লা জমলে।
  4. আক্কেল দাঁতের সমস্যা হলে।
  5. কর্ণপটহের ভেতরে তরল জমা হলে, যাকে গ্লু ইয়ার বলে। বড়দের চেয়ে শিশুরাই এতে আক্রান্ত হয় বেশি।
  6. কানে সূক্ষ্ম কোন কিছুর আঘাত লাগলে।
  7. ফেসিয়াল নার্ভের ব্যথার কারণেও হতে পারে কানে ব্যথা, একে ট্রাইজেমিনাল নিউরালজিয়া বলে।
  8. টনসিল বা ফেরিঞ্জাইটিস এর মত গলার সমস্যার কারণেও হতে পারে কানে ব্যথা।
  9. ঠান্ডা লাগলে।
  10. কানের নালীর মধ্যে ঘা হলে।
  11. কানের নালীর ভেতরের হেয়ার ফলিকল সংক্রমিত হলে।
  12. সাইনুসাইটিসের ব্যথার কারণেও হতে পারে কানে ব্যথা।

সোর্সঃ Priyo.com

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ