Call

কাযা নামাজ আদায়ের ব্যাপারে নির্ভরযোগ্য সহিহ হাদিস নাই। এটা মুজতাহিদ ও আলেমদের কেয়াস মাত্র। সহিহ হাদিসানুযায়ী নামাজ ত্যাগকারী কাফের। তাই পুনরায় তাওবা করে আবার তাকে শুরু করতে হবে। তবে ওজোর বা অসুস্থতার কারণে এক অথবা দুই অথবা তিন অথবা চার ওয়াক্ত নামাজ ছুটে যায়, তবে কাযা আদায় করা যায়। কিন্তু বিনা ওজোরে দীর্ঘকাল যাবৎ নামাজ ত্যাগ করে, তা কাযা আদায় করার নিয়ম নাই। আর হ্যাঁ, আল্লাহ বলেছে, "পূর্বে যা হবার তা হয়েই গেছে।" তাওবা করে ইসলামে ফিরে আসার পর পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাই অতীতে যেসব নামাজ ছুটে গেছে, তা কাযা আদায় করার দরকার নাই। তাওবা করেছেন, এতেই এনাফ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ