আমার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কারণে মাথা ব্যথা করে, কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনা,আর দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে মাথা ঘুরে পড়ে যাব এই রকম অবস্থা হয়ে যায়। এখন আমি কি বসে বসে নামাজ আদায় করতে পারবো?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অবশ্যই পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

jodi namaz roto obostai matha ghure ba mone hoi akhon bose namaz na porle apnar problem hobe ..tokhon bose namaz porben.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

 নামাজ দাঁড়িয়ে আদায় করাই জরুরি। কিন্তু নামাজি ব্যক্তি যদি অসুস্থ হয় এবং দাঁড়াতে সক্ষম না হয় তবে নামাজ না পড়ার কোনো হুকুম নেই। বরং অসুস্থ ব্যক্তিকেও নামাজ পড়তে হবে। এ ব্যাপারে রয়েছে ইসলামি চিন্তাবিদদের পরামর্শ এবং বিশ্বনবি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস। যা এখানে তুলে ধরা হলো-নামাজি অসুস্থ হলে এবং দাঁড়াতে অপারগ হলে তাকে চতুষ্পদ (চারজানু) হয়ে বসে অথবা তাশাহহুদের বৈঠকের ন্যায় বসে নামাজ আদায় করতে হবে। যদি বসেও আদায় করতে অক্ষম হয় তবে ডান পার্শ্বের উপর ভর দিয়ে। তাও যদি কষ্টকর হয় তবে বাম পার্শ্বের উপর ভর দিয়ে নামাজ আদায় করতে হবে।>> এ ভাবেও যদি নামাজ পড়তে সক্ষম না হয়, তবে কিবলার দিকে পা দিয়ে চিত হয়ে শুয়ে মাথা দ্বারা বুকের দিকে ইশারা করে রুক ও সিজদা আদায় করবে। তবে সিজদার সময় রুকুর চেয়ে একটু বেশি মাথা ঝুকাবে। সর্বোপরি জ্ঞান থাকা পর্যন্ত কোনো নামাজির নামাজ মাফ হবে না। অসুস্থ ব্যক্তি তার সুবিধা মতো নামাজ আদায় করবে।হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  অসুস্থ ব্যক্তির নামাজের বিবরণ দিয়েছেন-হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার অশ্ব রোগ ছিল, তাই এ অবস্থায় কিভাবে নামাজ আদায় করবো তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ‘দাঁড়িয়ে নামাজ আদায় কর, যদি না পার তবে বসে কর, তাও যদি না পার তাহলে এক পার্শ্বের উপর আদায় কর। (বুখারি)উপরের হাদিস থেকে বুঝাই যায় যে, নামাজের গুরুত্ব কত অধিক। সুতরাং মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুস্থতা ও অসুস্থতার মাঝে যথা সময়ে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন   । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাঁ অবশ্য। আপনি বসে নামাজ পড়তে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দাঁড়িয়ে নামাজ পড়তে অপারগ হলে বসে নামাজ আদায় করতে পারবেন। এক্ষেত্রে বসে বসে রুকু-সিজদা আদায় করে নামাজ আদায় করবেন। আর যদি বসে রুকু-সিজদা করতেও অপারগ হয়ে যান, তাহলে সে বসে বা ইশারার মাধ্যমে রুকু-সিজদা করবেনন। রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তবে বসে নামাজ পড়ো, যদি তাও না পারো তবে ইশারা করে নামাজ আদায় করো। (সহিহ বুখারি হাদিসঃ ১০৫০, ১০৪৭, ১০৫০)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ