শেয়ার করুন বন্ধুর সাথে

সুরা নং- ০০১ : আল-ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম।  الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ উচ্চারণ : আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন। অনুবাদ : যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। الرَّحْمَٰنِ الرَّحِيمِ উচ্চারণ : আররহমা-নির রাহি-ম। অনুবাদ : যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। مَالِكِ يَوْمِ الدِّينِ উচ্চারণ : মা-লিকি ইয়াওমিদ্দি-ন। অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি। إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ উচ্চারণ : ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ উচ্চারণ : ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম অনুবাদ : আমাদের সরল পথ দেখাও। صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ উচ্চারণ : সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন। অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

(সুরা ফাতিহার বাংলা ও ইংরেজি অর্থ৷)    সূরা ফাতিহা001(মক্কায় অবতীর্ণ),এর আয়াত সংখ্যা 7।  ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ( 1 যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds; ﺍﻟﺮَّﺣْﻤـﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ ( 2 যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। Most Gracious, Most Merciful; ﻣَـﺎﻟِﻚِ ﻳَﻮْﻡِ ﺍﻟﺪِّﻳﻦِ ( 3 যিনি বিচার দিনের মালিক। Master of the Day of Judgment. ﺇِﻳَّﺎﻙَ ﻧَﻌْﺒُﺪُ ﻭﺇِﻳَّﺎﻙَ ﻧَﺴْﺘَﻌِﻴﻦُ ( 4 আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। Thee do we worship, and Thine aid we seek. ﺍﻫﺪِﻧَــــﺎ ﺍﻟﺼِّﺮَﺍﻁَ ﺍﻟﻤُﺴﺘَﻘِﻴﻢَ ( 5 আমাদেরকে সরল পথ দেখাও, Show us the straight way, ﺻِﺮَﺍﻁَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺃَﻧﻌَﻤﺖَ ﻋَﻠَﻴﻬِﻢْ ( 6 সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। The way of those on whom Thou hast bestowed Thy Grace, ﻏَﻴﺮِ ﺍﻟﻤَﻐﻀُﻮﺏِ ﻋَﻠَﻴﻬِﻢْ ﻭَﻻَ ﺍﻟﻀَّﺎﻟِّﻴﻦَ ( 7 তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। Those whose (portion) is not wrath, and who go not astray.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ